শনিবার, ১০ জুন ২০২৩, ০১:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
নরসিংদী, রংপুর, খুলনা, বাগেরহাট, দিনাজপুর ও খাগড়াছড়িতে জেলা প্রতিনিধি আবশ্যক। প্রার্থীকে অবশ্যই অধুমপায়ী ও স্নাতক ডিগ্রী পাশ হতে হবে। ই-মেইলে আবেদন করুন। 

চতুর্থবারের মতো সিরিজ সেরা সাকিব

  • আপডেট: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ৯.৪৩ এএম

স্পোর্টস ডেস্ক :

শিরোপা নির্ধারণী ফাইনল ম্যাচের মাধ্যমে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। ব্যাটে বলে অলরাউন্ডার পারফরম্যান্সের মাধ্যমে কুমিল্লাকে শিরোপা এনে দেওয়া সুনিল নারিন ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

আর পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্ম দেখিয়ে চতুর্থবারের মতো টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

দলকে শিরোপা এনে দিতে না পারলেও ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কার নিজের করে নিয়েছেন সাকিব। ব্যাট হাতে ২৮৪ রান এবং বল হাতে নিয়েছেন ১৬টি উইকেট। বিপিএলে এর আগেও তিনবার সিরিজ সেরা ক্রিকেটার পুরস্কার জিতেছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

ফাইনাল ম্যাচে ওপেনিংয়ে খেলতে নেমে ব্যাট হাতে দলকে দুর্দান্ত সূচনা উপহার দেন কুমিল্লার ক্যারিবীয় তারকা সুনিল নারিন। মাত্র ২৩ বলে ৫টি চার এবং ৫টি ছয়ের মাধ্যমে ৫৭ রান করেন তিনি। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ১৫১ রানের সংগ্রহ পায় তার দল। বল হাতে এদিন দুর্দান্ত ছিলেন এই স্পিনার। চার ওভার বল করে মাত্র ১৫ রানে খরচায় নিয়েছেন দুটি উইকেট। সেজন্য পেলেন ম্যাচ সেরার পুরস্কার।

এসএন/এম

শেয়ার করুন

এই বিভাগের সর্বোচ্চ পঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০১৯  শিকড়নিউজ২৪.কম সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |
Developed by POPCORN
themesbazshikornew23234
© ২০১৯  শিকড়নিউজ২৪.কম সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |
Theme Download From ThemesBazar.Com