শিকড় নিউজ ডেস্ক : আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। এর আগেই নতুন কমিশন নিয়োগ দিতে হবে রাষ্ট্রপতিকে। সে জন্য কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন রাষ্ট্রপতি।
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী সংবাদমাধ্যমকে জানিয়েছেন আজ সোমবার বিকেল ৪টায় বঙ্গভবনে যাবে জাতীয় পার্টির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সংসদের প্রধান বিরোধী দল হিসেবে প্রথমে জাতীয় পার্টিকে (জাপা) আনুষ্ঠানিকভাবে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া পর্যায়ক্রমে নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। তাই নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রপতি সোমবার বিকেল ৪টায়। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ সংলাপ শুরু হচ্ছে। ইতোমধ্যে আমন্ত্রণের চিঠি পেয়েছে তারা।
জানা গেছে, ইসি গঠনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মতো মো. আবদুল হামিদও একই প্রক্রিয়া অনুসরণ করে আসছেন। আওয়ামী লীগ ও বিএনপিসহ নির্বাচন কমিশনে নিবন্ধিত দল এখন ৩৯টি।
এসএন/এম
Leave a Reply