ইমন মিয়া, রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, কায়েতপাড়া, ভোলাবো, গোলাকান্দাইল ও ভুলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের চার চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে জয়লাভ করেছে।
গত ১১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলী ১৭ হাজার ৮শত ৭৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান ১৭ হাজার ২শত ২০ ভোট পেয়েছেন।
ভোলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন টিটু আনারস প্রতীকে ১৬ হাজার ৮শত ভোট পেয়ে জয়লাভ করেছেন। আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট তায়েবুর রহমান নৌকা প্রতীকে ৪হাজার ৯শত ৮৩ ভোট পেয়েছেন।
এছাড়া মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান তুহিন ও ভুলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ব্যারিষ্টার আরিফুল ইসলাম বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান রাত সাড়ে ৮টায় বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এসএন/টিপু
Leave a Reply